Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মোহামেডানের নেতৃত্বে আসলেন যারা

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ৬, ২০২১, ০৪:৪০ পিএম


মোহামেডানের নেতৃত্বে আসলেন যারা

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জেনারেল (অব.) মো. আব্দুল মুবীন। এছাড়াও আজ শনিবার (৬ মার্চ) হোটেল লা মেরিডিয়ানে ১৬ পরিচালক পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পদের বিপরীতে ২০টি মনোনয়নপত্র জমা পড়েছিল। 

পরিচালক বাছাইয়ের এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মোট ৩৩৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ২৩৯টি। গণনার সময় সেখান থেকে ৭টি ভোট বাতিল হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এবিএম রিয়াজুল কবির কাউছার আগেই জানিয়েছিলেন, ১৬টির কম বা বেশি ভোট দিলে ব্যালট বাতিল বলে গণ্য হবে। ওই ৭ ভোট বাদে ২৩২ ভোটারের পছন্দে ১৬ জন পরিচালক জয়লাভ করেছেন।

আগামী দুই বছরের জন্য পরিচালক পদে নির্বাচিত হয়েছেন যারা:

মাসুদুজ্জামান(২১৯), মো. হানিফ ভুঁইয়া(১৪৪), আবু হাসান চৌধুরী প্রিন্স(২০৮), খোজেস্তা-নুর-ই-নাহরিন(২১০), জামাল রানা(১৪৪), কাজী ফিরোজ রশীদ এমপি(২১৮), মাহবুব-উল আনাম(২২৩), প্রকৌশলী গোলাম মো. আলমগীর(২২৩), মইন উদ্দিন হাসান রসিদ(২১৮), মোস্তফা কামাল(২২০), শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি(২২৬), সিদ্দিকুর রহমান(২২১), দাতো মো. ইকরামুল হক(২১৫), মো. মঞ্জুর আলম(২১৮), এ. জি. এম সাব্বির(২১৮) ও প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া (১৭৬)।

মোট ২০ জন মোহামেডানের পরিচালক পদের লড়াইয়ে থাকায় স্বভাবতই হেরেছেন চারজন। তারা হলেন, আব্দুস সালাম মুর্শেদী এমপি, কামরুন নাহার ডানা, মো. মোস্তাকুর রহমান ও সাজেদ এ আদেল।

আমারসংবাদ/জেডআই