Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

কোহলির বিরুদ্ধে গর্জে উঠলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৭, ২০২১, ১২:৪৫ পিএম


কোহলির বিরুদ্ধে গর্জে উঠলেন গম্ভীর

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। তবে পরের ম্যাচেই আবার ডাগ আউটে বসে থাকতে হয় এই ডানহাতি ব্যাটসম্যানকে। অভিষেকের পরে দ্বিতীয় ম্যাচে সুযোগ পায়নি সূর্যকুমার। ভারতের অধিনায়ক বিরাট কোহলির এমন সিদ্ধান্তে রেগে আগুন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

সাক্ষাৎকারে গম্ভীর বলেন, 'পুরো পরিকল্পনাটা আমাকে অবাক করেছে। বিশ্বকাপের সাত মাস আগে কোহলি প্রস্তুতি শুরু করছে। বিশ্বকাপের পরে আবার পরবর্তী সংস্করণের জন্য প্রস্তুতি নিবে। এটা মোটেই ভালো বিষয় নয়। ক্রিকেটে ফর্মটাই আসল। যদি কারও চোটের সমস্যা থাকতো কী হতো। সূর্যকুমারকে আন্তর্জাতিক ক্রিকেটে সে কতটুকই বা দেখেছে।'

দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা হলেও ব্যাট হাতে মাঠে নামা হয়নি সূর্যকুমারের। গম্ভীর মনে করছেন এখন থেকেই ক্রিকেটারদের বাজিয়ে না নিলে  কারও ইনজুরির সময় দলকে ভুগতে হবে, 'বিশ্বকাপের আগে যদি কোনভাবে কেউ ইনজুরিতে পড়ে, যেমন টপ অর্ডারে বিকল্প কোন ব্যাটসম্যানের প্রয়োজন হয়, তখন ওরা কাকে দলে নিবে?'

স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারকে পর্যাপ্ত সুযোগ দিতে বলছেন গম্ভীর। তাছাড়া অনুমান করে কাউকে অযোগ্য মনে করা ঠিক না বলে জানালেন সাবেক এই বাঁহাতি ওপেনার, 'স্কোয়াডের যারা আছে তাদের সকলকে পর্যাপ্ত সুযোগ দেওয়া খুবই জরুরি। অন্তত টানা তিন-চারটে ম্যাচ খেলানো হোক। তারপরেই বোঝা যাবে, কে কোন অবস্থায় রয়েছে। তাছাড়া কাউকে মূল্যায়ন করা ঠিক হবে না।'

আমারসংবাদ/এমএস