Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

শচীন-পন্টিংকে টপকে রেকর্ড গড়লেন কোহলি 

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৪, ২০২১, ০৭:১০ এএম


শচীন-পন্টিংকে টপকে রেকর্ড গড়লেন কোহলি 

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি করেছেন ৬০ বলে ৫৬ রান। এই অর্ধশতক রান করেই শচীন টেন্ডুলকার এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংকে টপকে গেলেন কোহলি। 

৫৬ রানের ইনিংস খেলার দিন যখন কোহলির রান ৫৪, তখনই কোহলি শচীন-পন্টিংকে টপকে ঘরের মাঠে সবমিলিয়ে ১০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন। এই ১০ হাজার রান করতে কোহলি খেলেছেন মাত্র ১৯৫ ইনিংস।
 
ঘরের মাঠে ১০ হাজার রান করতে পন্টিং খেলেছেন ২১৯ টি ইনিংস। কোহলি সেখানে ২৪ টি ইনিংস কম খেলে ৬১.৭৪ গড়ে ভারতের মাটিতে ১০ হাজার রানের গণ্ডি টপকে যান। এদিন কোহলি টপকে গেছেন একমাত্র ভারতীয় হিসেবে ঘরের মাঠে ১০ হাজার রান করা শচীনকেও। পন্টিংয়ের চেয়ে ৪ ইনিংস বেশি খেলে এই রান করেছিলেন মাস্টার ব্লাস্টার।

বিরাট, পন্টিং ও শচীন ছাড়া নিজেদের দেশে ১০ হাজার আন্তর্জাতিক রান করেছেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক কালিস। তবে তাঁদের কেউই ২০০-র কম ইনিংসে এমন মাইলফলক ছুঁতে পারেনি।

আমারসংবাদ/এমএস