Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে সাকিব 

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৪, ২০২১, ১০:৩৫ এএম


আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে সাকিব 

বাংলাদেশ ক্রিকেট নক্ষত্রের আরেক নাম সাকিব আল হাসান। ব্যাটে ও বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটারের তালিকার মধ্যে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন এই তারকা। 

বুধবার (২৪ মার্চ) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত পুরুষ অডিআই র‍্যাঙ্কিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরির তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় দেখা গেছে, ৪১২ রেটিং নিয়ে বিশ্বের পুরুষ অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তালিকার অনেকটা ব্যবধান নিয়ে ২৯৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবী।

তালিকার তৃতীয় স্থানে ২৯০ রেটিং নিয়ে আছে ইংল্যান্ডের বেন স্টোকস, ২৭৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে ক্রিস ওকস, ২৭১ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তানের ইমাদ ওয়াশিম, ২৭০ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তানের রশিদ খান।

এ ছাড়া তালিকায় ২৬৭ রেটিং নিয়ে সপ্তম স্থানে আছে অস্ট্রেলিয়ার মিচেল স্যান্টনার, ২৬০ রেটিং নিয়ে অষ্টম স্থানে আছে অস্ট্রেলিয়ার কলিন ডি গ্রান্ডহোম, ২৫০ রেটিং নিয়ে নবম স্থানে আছে ভারতের রবিন্দ্রা জাদেজা, ২৩৮ রেটিং নিয়ে দশম স্থানে আছে জিম্বাবুয়ের সেন উইলিয়ামস।

আমারসংবাদ/এমএস