Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

করোনায় আক্রান্ত শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ০৫:৪০ এএম


করোনায় আক্রান্ত শচীন টেন্ডুলকার

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। এই মহামারিতে আক্রান্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় শচীন তেন্ডুলকার। 

শনিবার (২৭ মার্চ) সকালে টুইট করে শচীন নিজেই দুঃসংবাদ জানিয়েছেন। আপাতত তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তবে স্বস্তির খবর, শচীনের পরিবারের আর কোনও সদস্য করোনার কবলে পড়েননি। 

টুইটে শচীন জানিয়েছেন, 'করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সবরকম নিয়ম এবং সতর্কতা মেনে চলছি। নিয়মিত পরীক্ষাও করেছি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যদের সকলেরই রিপোর্ট নেগেটিভ।'‌ 

শচীন আপাতত হোম কোয়ারেন্টিনে থাকছেন। চিকিৎসকদের পরামর্শ মতো যাবতীয় নিয়ম মেনে চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন শচীন। তাঁর কথায়, 'এই সময় আমাকে যারা সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভাল থাকুন।'

[embed]<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/dOlq7KkM3G">pic.twitter.com/dOlq7KkM3G</a></p>&mdash; Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1375670454162239493?ref_src=twsrc%5Etfw">March 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>[/embed]


‌ 
আমারসংবাদ/এমএস