Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

'ভয়ডরহীন ক্রিকেট খেললে টি-টোয়েন্টিতে জয় সম্ভব'

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ০৯:২০ এএম


'ভয়ডরহীন ক্রিকেট খেললে টি-টোয়েন্টিতে জয় সম্ভব'

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে কোনো পাত্তাই পেল না টাইগাররা। হতে হয়েছে ধবলধোলাই। এক দিনের বিরতির পর এবার মিশন টি-টোয়েন্টি। ভয়ডরহীন ক্রিকেট খেললে টি-টোয়েন্টিতে জয় সম্ভব। বলে মনে করেন মাহমুদউল্লাহ। 

রোববার (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টায় হ্যামিলটনের সেডন পার্কে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

মাহমুদউল্লাহ বলেন, 'টি-টোয়েন্টিতে কোনো ধরনের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে। আমরা এটার (জয়ের) জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ কাল আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো।' 

ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং-ফিল্ডিং ছিল যাচ্ছেতাই। প্রথম ওয়ানডেতে ৮ উইকেট, দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট ও তৃতীয় ওয়ানডেতে হারতে হয়েছে ১৬৪ রানে। প্রথম ম্যাচে ১৩১ ও শেষে ম্যাচে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। মাঝে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যাটে রান দেখা গিয়েছিল। ২৭১ রান করেও বাজে ফিল্ডিংয়ের কারণে হাতছাড়া হয়েছে ম্যাচ।

মাহমুদউল্লাহ আরও বলেন, 'আমরা জড়তা কাটিয়ে এবং এই তিন ম্যাচের ফলাফল ভুলে, যে ভুলগুলো করেছি সেটা মাথায় রেখে নামতে হবে। কিন্তু ওয়ানডে সিরিজের ফলাফল যেন আমাদের এই খেলায় নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জয়ের বিকল্প নেই, অন্য কোনো পথ নেই। নিউজিল্যান্ডকে হারানোর জন্য যে চ্যালেঞ্জ নিতে হয় তার জন্য আমরা মুখিয়ে আছি।'

আমারসংবাদ/এমএস