Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

শচিন-ইউসুফের পর এবার আক্রান্ত ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক

মার্চ ৩০, ২০২১, ০৩:৩০ এএম


শচিন-ইউসুফের পর এবার আক্রান্ত ইরফান পাঠান

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। এই মহামারি ছড়িয়ে পড়েছে ক্রিকেট প্রাঙ্গনেও। সদ্য সমাপ্ত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা চতুর্থ ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হলেন ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। তার আগে এ টুর্নামেন্টে ভারত লেজেন্ডসের হয়ে খেলা শচিন টেন্ডুলকার, ইউসুফ পাঠান এবং সুব্রামানিয়াম বদ্রিনাথও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

সোমবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে ইরফান পাঠান নিজের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরফান লিখেছেন, 'আমি কোনোরকমের উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ শনাক্ত হয়েছি এবং নিজেকে বর্তমানে ঘরে আইসোলেটেড করে রেখেছি। আমি অনুরোধ করব, গত কয়েকদিনে যারা আমার কাছাকাছি এসেছেন, সবাই নিজেদের পরীক্ষা করিয়ে নিন।'

প্রসঙ্গত, ভারতের রায়পুরে গত ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খেলা। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে শচিন-ইরফানদের ভারত লেজেন্ডস। কিন্তু টুর্নামেন্ট শেষে এখন করোনার হানা পুরো ভারতীয় দলটির ওপর।

আমারসংবাদ/এমএস