Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বিপাকে নিউজিল্যান্ড 

স্পোর্টস ডেস্ক

মার্চ ৩০, ২০২১, ০৭:৪০ এএম


 বিপাকে নিউজিল্যান্ড 

নিউজিল্যান্ডে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই হতাশাজনক। এখনো পর্যন্ত দেশটিতে একটি ম্যাচও জেতা হয়নি টাইগারদের। চলতি সফরেও একই দশা। তিন ওয়ানডের পর হেরে গেছে প্রথম টি-টোয়েন্টিতেও। এবার হ্যামিল্টনের ভুলগুলো শুধরে নেপিয়ারে টাইগারদের গর্জন শোনার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা। 

মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। 

স্কোর: নিউজিল্যান্ড ১৪ ওভারে ১১২/৫ (ডেরিল মিচেল ১* ও ফিলিপস ৩০*) 

বৃষ্টির বাধায়র পর খেলা শুরু 

টসের সময় আকাশে মেঘ দেখা গিয়েছিল। ১২ ওভার ২ বল খেলার পরেই নেপিয়ারে  নামে বেরসিক বৃষ্টি। এরপরেই মাঠ ছেড়ে উঠে যান ক্রিকেটাররা। প্রায় ১৫ মিনিটের মতো খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। 

মাহেদী হাসানের আউট সাইড অফের লেংথ বলে এগিয়ে এসে সুইপ করতে চেয়েছিলেন উইল ইয়ং। কিন্তু বল তার ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় উইউকেটরক্ষক লিটন দাসের হাতে। দারুণ দক্ষতায় স্টাম্পিং করে সাজঘরে পাঠাতে দেরি করেননি। ১৭ বলে ১৪ রান করেন ইয়ং।  

সাইফউদ্দিনের পরেই বোলিংয়ে এসে প্রথম বলে এবার ডেভন কনওয়েকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। শরিফুলের এক্সট্রা বাউন্স ডিপ স্কয়ারে হাঁকিয়েছিলেন কনওয়ে; কিন্তু আজ তার ব্যাট কথা বলেনি। মাত্র ১৫ রানে ধরা পড়েন মোহাম্মদ মিথুনের হাতে। 

সাইফউদ্দিনের করা ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বল। ফাইন শর্টে তখন ফিল্ডিং করছিলেন তাসকিন। গাপটিলের শট বাঁ দিকে তালুবন্দি করেন এক হাতে। এমন ক্যাচে নির্বাক গাপটিল না হেসে পারেননি। ১৮ বলে ২১ রান করে গাপটিল ফেরেন সাজঘরে। 

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। প্রথম তিন ওভারেই তুলে নেন ২০ রান। ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই ৬ হজম করেন তাসকিন। এর পরের বলে অ্যালেনের সহজ ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঝে গাপটিলের কাছে আরেকটি ছয় হজম করলেও শেষ বলে অ্যালেনকে ফেরান এই ডানহাতি পেসার। স্কয়ার লেগে এবার মোহাম্মদ নাঈমের দারুণ ক্যাচে ১৭ রান করেই মাঠ ছাড়তে হয় অ্যালেনকে। 

ওয়ানডে সিরিজে বেশ কয়েকবার তাসকিন আহমেদের বলে ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। টি-টোয়েন্টিতেও এর ব্যতিক্রম ঘটেনি। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মিড অনে আকাশে তুলে দেন ফিন অ্যালেন; ফিল্ডার ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। হাত ফসকে পড়ে যায় ক্যাচটি। 

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। 

একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান থাকলেও নেই এই ম্যাচে। তার পরিবর্তে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তাসকিন। সর্বশেষ খেলেছিলেন নিদাহাস ট্রফিতে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। মাঝে ইনজুরি-ফর্মহীনতায় ছিলেন দলের বাইরে। 

দ্বিতীয় ট-টোয়েন্টি ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। লকি ফার্গুসনের পরিবর্তে একাদশে অ্যাডাম মিলনে। 

টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়ং।

হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬৪ রানে হারে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই। নাহয় এক ম্যাচ আগেই খোয়াতে হবে সিরিজ। 

আমারসংবাদ/এমএস