Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

দ. আফ্রিকার ক্রিকেটারদের ধুয়ে দিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ৮, ২০২১, ০৬:০৫ এএম


দ. আফ্রিকার ক্রিকেটারদের ধুয়ে দিলেন আফ্রিদি

আন্তর্জাতিক সিরিজের মাঝপথেই পাকিস্তানের বিপক্ষে নির্ধারণী ম্যাচ ফেলে রেখেই আইপিএল খেলতে দেশ ছাড়েন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটাররা। তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় শহীদ আফ্রিদি। 

সিরিজ শেষ না করেই আইপিএল খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিডি চলে গেছেন ভারতে।

তাদের এই সিদ্ধান্তে হতবাক আফ্রিদি। টুইটারে তিনি লিখেছেন, 'সিরিজের মাঝপথে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের খেলোয়াড়দের আইপিএল খেলতে চলে যাওয়ার অনুমতি দিলো, এটা দেখে হতবাক।'

আফ্রিদি আরও লিখেন, 'টি-টোয়েন্টি লিগগুলো আন্তর্জাতিক ক্রিকেটকে প্রভাবিত করছে, এমনটা দেখে ব্যথিত আমি। এসব নিয়ে ভাবার সময় এসেছে।'

তারকা ক্রিকেটারদের ছাড়া শেষ ম্যাচ খেলতে নেমে পাকিস্তানের কাছে ২৮ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছে সফরকারীরা।

ছেলেদের এই জয়ে আফ্রিদি লিখেছেন, 'দারুণ একটা সিরিজ জয়ে পাকিস্তান দলকে অভিনন্দন। আরেকটি সেঞ্চুরিতে জোহানেসবার্গে ফখর জামান চমৎকার একটা ইনিংস খেললো। ভালো লেগেছে। বাবর আজমও দারুণ খেলেছে আবারও। সবাই মিলে অসাধারণ বোলিং করেছে। চমৎকার খেলেছে সবাই।'

আমারসংবাদ/এমএস