Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

বিপাকে পাঞ্জাব কিংস 

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১৬, ২০২১, ০২:৩৫ পিএম


বিপাকে পাঞ্জাব কিংস 

শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপাকে পাঞ্জাব কিংস। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে কোনো পাত্তাই পাচ্ছে না লোকেশ রাহুলের দল। 

শুক্রবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস আর পাঞ্জাব কিংস। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

লোকেশ রাহুল (অধিনায়ক) ৭ বল খেলে ৫ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন। মায়াঙ্ক আগরওয়াল ২ বল খেলে ০ রান করে আর থাকতে পারল না। ক্রিস গেইলও তেমন ভালো করতে পারেনি। এই সুপারস্টার ১০ বল থেকে ১০ রান সংগ্রহ করেন। এরপর ব্যাটিংয়ে আসে নিকোলাস পুরান তিনি ২ বল খেলে ০ রান করে সাজঘরে ফেরেন। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাঞ্জাব কিংসের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬ ওভারে ২৬ রান। 

এর আগে, দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। লোকেশ রাহুলের পাঞ্জাব কিংস জয় পেলেও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ধোনির চেন্নাই। পাঞ্জাব তিনে আর চেন্নাই আছে পয়েন্ট তালিকার শেষে, আট নম্বরে।

চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মঈন আলি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়াইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

পাঞ্জাব কিংস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খান, ঝি রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রিলে মেরেডিথ, মোহাম্মদ শামি, অর্শদিপ সিং।
 

আমারসংবাদ/এমএস