Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

হাসপাতালে ভর্তি মুরালিধরন 

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১৯, ২০২১, ০৪:২৫ এএম


 হাসপাতালে ভর্তি মুরালিধরন 

শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এই সুপারস্টার একদিন আগেই পা রেখেছিলেন ৪৯ এ।  হৃদরোগে আক্রান্ত হয়ে এর পরদিনই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। 

সান রাইজার্স হায়দরাবাদের কোচিংয়ের জন্য তিনি ছিলেন ভারতে। সমস্যাটা দেখা দিল সেখানেই। রোববার (১৮ এপ্রিল) রাতে হৃদযন্ত্রের সমস্যার জন্য চেন্নাইয়ের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, জানিয়েছে স্থানীয় টিভি চ্যানেল থানথি টিভি ও পুথিয়া থালাইমুরাই। 

প্রতিবেদনে বলা হয়েছে মুরালিধরনকে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আইপিএলে আসার আগেই তার শ্রীলঙ্কান ডাক্তাররা তার হৃদযন্ত্রে ব্লকেজের বিষয়টি জানিয়েছিলেন৷ কিন্তু তখন তাকে বলা হয়, তার কোনো স্টেন্টের দরকার নেই। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা এখন তাকে বলছেন অ্যাঞ্জিওপ্লাস্টির কথা। যা তিনি শিগগিরই করাতে চান।’

তবে লঙ্কান কিংবদন্তিকে শিগগিরই মাঠে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন হায়দরাবাদ কর্তা। বলেছেন, ‘তিনি এখন বেশ ভালো আছেন। শিগগিরই তাকে আবারও মাঠে দেখা যাবে।’

আমারসংবাদ/এমএস