Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সুপার লিগে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১৯, ২০২১, ০৮:৩০ এএম


 সুপার লিগে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব

ইউরোপিয়ান সুপার লিগে ইতোমধ্যে খেলার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড ও স্পেনের বেশ কিছু ক্লাব। 

রোববার (১৮ এপ্রিল) ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যেসব ক্লাব নিয়ম ভেঙে সুপার লিগে অংশ নিবে তাদের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া লিগ থেকে বহিস্কার করা হবে। তাদের ওপর নেমে আসবে নিষেধাজ্ঞা।

উয়েফা ইতোমধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলানসহ ১২টি ক্লাবকে এ বিষয়ে সতর্ক করেছে।

রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও তথাকথিত সুপার লিগের সমালোচনা করেছেন। তিনি মনে করছেন এই লিগ ফুটবলের জন্য খুবই ক্ষতিকর হবে।

এদিকে সুপার লিগে খেলতে আগ্রহী ক্লাবগুলোকে ফিরিয়ে আনতে চ্যাম্পিয়নস লিগের দল সংখ্যা বাড়াতে যাচ্ছে উয়েফা। ৩২ দল থেকে বাড়িয়ে ৩৬ দল করা হবে। বাড়ানো হবে ম্যাচ সংখ্যা। যাতে নিচের সারির দলগুলোও বড় বড় দলের সঙ্গে আরো বেশি লড়াই করতে পারে। এ সংক্রান্ত নতুন পরিকল্পনা সোমবারের মধ্যে তুলে ধরবে উয়েফা।

সূত্র: এএফপি ও স্কাই স্পোর্টস।

আমারসংবাদ/এমএস