Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

টেস্ট খেলতে প্রথমবার ক্যান্ডিতে পৌঁছেছে টাইগাররা 

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১৯, ২০২১, ০৯:৫৫ এএম


টেস্ট খেলতে প্রথমবার ক্যান্ডিতে পৌঁছেছে টাইগাররা 

শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইন এবং দুই দিনের অনুশীলন ছাড়াও একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে কলম্বো থেকে ক্যান্ডিতে পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল। 

সোমবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে ৪ ঘন্টার বাস জার্নি শেষে কলোম্বোর নিগাম্বো থেকে ক্যান্ডিতে গেছে মুমিনুল হকরা।

স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট একই মাঠে শুরু ২৯ এপ্রিল। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও ম্যাচের ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোনো প্রভাব ফেলবে না।

তিন দিনের কোয়ারেন্টাইন ও দুই দিনের অনুশীলনের পর ১৭ ও ১৮ এপ্রিল কাতুনায়েকের সিএমসিজি গ্রাউন্ডে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের ভেতরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি নেই খুব একটা। তবে ম্যাচ অনুশীলন বরাবরই বড় কিছু। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করে আজ ক্যান্ডিতে পৌঁছেছে দল।

বুধবার মাঠে নামার আগে মঙ্গলবার শেষ অনুশীলন করবে টাইগাররা। বাংলাদেশ বিশাল বহর নিয়ে শ্রীলঙ্কা গেলেও এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি। আজই ১৮ সদস্যের দল ঘোষণা করার কথা রয়েছে। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

প্রাথমিক দল: মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

আমারসংবাদ/এমএস