Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আইপিএল নিয়ে যা বললেন বিসিসিআই সভাপতি 

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৭, ২০২১, ০৪:২৫ এএম


আইপিএল নিয়ে যা বললেন বিসিসিআই সভাপতি 

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে টালমাটাল গোটা বিশ্ব। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। অক্সিজেনের আকাল গোটা দেশজুড়ে। তাই অনেকেই চলতি আইপিএলকে বাঁকা চোখে দেখছেন। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, আইপিএলের সূচি পরিবর্তনের কোনো ভাবনা নেই তাদের।

সোমবার (২৬ এপ্রিল) স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ জানান, ‘এখনো পর্যন্ত আইপিএলের সূচি বদলানোর সম্ভাবনা নেই।’

ভয়ঙ্কর মহামারির মধ্যে আইপিএল চলছে। তা নিয়েই উঠছে একাধিক অপ্রীতিকর প্রশ্ন। ইতোমধ্যে একাধিক বিদেশি ক্রিকেটার আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টের মাঝপথে আইপিএল ছেড়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এমন অবস্থায় আইপিএল স্থগিত করার বিষয়ে কী ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড?

আইপিএল খেলতে এসে এবারের আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। গত রোববার নাম তুলে নেন অস্ট্রেলিয়ান এন্ড্রু টাই। তারপর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই টুর্নামেন্ট ছাড়ার হিড়িকে নাম লেখান আরো দুই অজি- এডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। এরপর টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জোরাল হয়। 

আমারসংবাদ/এমএস