Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ভারতের জন্য দোয়া চাইলেন বাবর আজম 

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৭, ২০২১, ১০:২৫ এএম


 ভারতের জন্য দোয়া চাইলেন বাবর আজম 

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে টালমাটাল গোটা বিশ্ব। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। হাসপাতালে পর্যাপ্ত আসন নেই, মৃতদেহ সৎকারের স্থান সংকুলান হচ্ছে না। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ভারতের জন্য চাইলেন দোয়া।

ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়ন দীর্ঘদিনের। চিরায়ত বৈরিতা বা দ্বৈরথ দূরে সরিয়ে দিয়েছে করোনাভাইরাস। অতিমারীর সময় ভারতের অক্সিজেন স্বল্পতা নিয়ে পাকিস্তানের মানুষের আহাজারির শেষ নেই। পাকিস্তানের বিভিন্ন অঙ্গনের তারকারা বিভেদ ভুলে ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। সেই কাতারে শামিল হলেন বাবর আজমও।

[embed]<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Prayers with the people of India in these catastrophic times. It&#39;s time to show solidarity and pray together. I also request all the people out there to strictly follow SOPs, as it&#39;s for our safety only. Together we can do it. <a href="https://twitter.com/hashtag/StayStrong?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#StayStrong</a> <a href="https://t.co/YCLb13ITlO">pic.twitter.com/YCLb13ITlO</a></p>&mdash; Babar Azam (@babarazam258) <a href="https://twitter.com/babarazam258/status/1386666421434847233?ref_src=twsrc%5Etfw">April 26, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>[/embed]

এদিকে ভারতে আইপিএল খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোমবার ভারতের করোনার বিরুদ্ধে লড়াইয়ে ‘অক্সিজেন’ কিনতে পঞ্চাশ হাজার ডলার অনুদান দেন অজি পেসার।

আমারসংবাদ/এমএস