Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দিল্লিকে ১ রানে হারালো বেঙ্গালুরু

এপ্রিল ২৭, ২০২১, ০৭:৪০ পিএম


দিল্লিকে ১ রানে হারালো বেঙ্গালুরু

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ২২তম ম্যাচটিতে দিল্লিকে ১ রানে হারিয়েছে বেঙ্গালুরু।

ভিলিয়ার্সের ৪২ বলে ৭৫ রানের ইনিংসে ১৭১ করেছিল বিরাট কোহলির দল। ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ১৪, শেষ বলে দরকার হয় ছয় রানের। মোহাম্মদ সিরাজের বলে পান্ত আনেন বাউন্ডারি।

বোলাররা রান আটকে রাখার কাজ করলেও বেঙ্গালুররু জয়ের নায়ক মূলত ভিলিয়ার্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তিনি, দলও হেরেছিল।

এর আগের ম্যাচে ব্যাট করতেই হয়নি। তার আগের তিন ম্যাচে খেলেছিলেন দুটি ঝড়ো ইনিংস। এক ম্যাচ বিরতির পর ফের বিস্ফোরক ভূমিকায় পাওয়া যায় এই দক্ষিণ আফ্রিকানকে।

দলের ৬০ রানে ৩ উইকেটের সময় নেমেছিলেন। আর আউট হননি। ৩ চার, ৫ ছক্কায় খেলেন ৭৫ রানের ইনিংস। তাতে পর্যাপ্ত রান হয়ে যায় বেঙ্গালুরুর। মাত্র ১ রানে জয় পেয়ে হাসি ফুটেছে বিরাট কোহলির মুখে।

সংক্ষিপ্ত স্কোর:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২০ ওভারে ১৭১/৫ ( কোহলি ১২, পাডিক্কাল ১৭, পাতিদার ৩১, ম্যাক্সওয়েল ২৫, ভিলিয়ার্স ৭৫*, সুন্দর ৬, স্যামস ৩* ; ইশান্ত ১/২৬, রাবাদা ১/৩৮, আবেশ ১/২৪, মিশ্র ১/২৭, অ্যাক্সার ১/৩৩, স্টয়নিস ০/২৩)

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৭০/৪   (পৃথ্বী ২১, শেখর ৬, স্মিথ ৪, পান্ত  ৫৮* , স্টয়নিস ২২ হেটমায়ার ৫৩*; স্যামস ০/১৫ , সিরাজ ১/৪৪ , জেমিসন ১/৩২, সুন্দর ০/২৮ , হার্শাল ২/৩৭, চেহেল ০/১০)

ফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১ রানে জয়ী।

আমারসংবাদ/এআই