Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

দ্বিতীয় সেশনেও দেখা মেলেনি উইকেটের, করুনারত্নের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৯, ২০২১, ০৯:২৫ এএম


দ্বিতীয় সেশনেও দেখা মেলেনি উইকেটের, করুনারত্নের সেঞ্চুরি

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হওয়ার পর দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রথম দিনের দ্বিতীয় সেশনেও উইকেটেরও দেখা পায়নি বাংলাদেশি বোলাররা। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে অপ্রতিরোধ্য শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। অনবদ্য ব্যাটিংয়ে ক্যান্ডি টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

অবশ্য করুনারত্নে আউট হতে পারতেন মাত্র ২৮ রানে। তাসকিন আহমেদের বলে করুনারত্নের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে। সেখানে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত সহজ ক্যাচটি ছেড়ে দেন। শান্তর হাতে জীবন পেয়ে তুলে নিলেন ক্যারিয়ারের ১২তম শতক।

বাংলাশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে রানের দেখা পাননি করুনারত্নে। চার ইমিংস মিলিয়ে মাত্র একটি ফিফটি। বাংলাদেশ সিরিজে সে আক্ষেপ ঘোচাচ্ছেন তিনি। আগের ম্যাচে ডাবল হান্ড্রেডের পর এবার শতক হাকিয়ে অপরাজিত তিনি। 

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইনিংসের ৫৪তম ওভারে তাইজুল ইসলামের বলে ডিপ মিড উইকেটে পাঠিয়ে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির স্বাদ পান করুনারত্নে। ১৬৫ বলে তিন অঙ্কের কোটা ছুঁয়েছেন ১৩টি চারের মারে।

বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টে ব্যক্তিগত ৫০০০ রানের মাইলফল স্পর্শ করেন করুনারত্নে।  দশম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে টেস্ট এই অর্জনের সঙ্গী হয়েছেন তিনি।

আমারসংবাদ/এমএস