Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

করোনা মোকাবিলায় ৯ কোটি টাকা দান রাজস্থানের

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৯, ২০২১, ১১:৪৫ এএম


করোনা মোকাবিলায় ৯ কোটি টাকা দান রাজস্থানের

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশজুড়ে চলছে নানা সংকট। এমন অবস্থায় এবারের আইপিএলের দল রাজস্থান রয়্যালস এগিয়ে এসেছে। দলটি ভারতের করোনা লড়াইয়ে প্রায় ৯ কোটি টাকা দান করছে।   

রাজস্থানের হয়ে খেলছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাজস্থান জানিয়েছে, ম্যানেজম্যান্ট, মালিকপক্ষ ও খেলোয়াড় সবাই সম্মিলিতভাবেই দান করছেন এই অর্থ। 

টুইটারে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে তারা লিখেছে, ‘রাজস্থান রয়্যালস তাদের মালিকপক্ষ, খেলোয়াড় ও ম্যানজমেন্টের পক্ষ থেকে করোনার জন্য এক মিলিয়নের বেশি অর্থ দান করার ঘোষণা দিচ্ছে। এই অর্থ করোনা জরুরি সহায়তার জন্য ব্যবহার করা হবে। এটি রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়িত হবে।’

এর আগে করোনা আক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছিলেন দুই অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার প্যাট কামিন্স ও ব্রেট লি। আইপিএলের কোনো দল হিসেবে প্রথম রাজস্থান রয়্যালস করোনা পরিস্থিতির উন্নতির জন্য অর্থ দেওয়ার ঘোষণা দিলো।

আমারসংবাদ/এমএস