Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

বিপাকে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ৩০, ২০২১, ০৯:২৫ এএম


বিপাকে শ্রীলঙ্কা

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শুরুতে বেশ ভালো বল করেও কাজ হয়নি, উইকেট ফেলতে পারেননি বোলাররা। কিন্তু দ্বিতীয় দিনে অন্য রূপে ধরা দিয়েছে মুমিনুল হকের দল। রান আটকে রাখার পাশাপাশি টানা উইকেট শিকারে প্রতিপক্ষকে বিপাকে ফেলেছে টাইগাররা। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪.১ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৪২৩ রান। 

দুই সেশনে এখন পর্যন্ত আরও ৫ উইকেটের পতন হয়েছে। গতকালের অপরাজিত সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে ১৪০ রানে থামিয়েছেন তাসকিন আহমেদ। তার ২৯৮ বলের ইনিংসে ১৫টি বাউন্ডারি ছিল।

আরেক অপরাজিত ব্যাটসম্যান ওসাদা ফার্নান্দো তিন অংক ছুঁতে পারেননি। তাকে ৮১ রানে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদি মিরাজ। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। তাসকিনের বাকি দুই শিকার অ্যাঞ্জেলো ম্যাথুজ (৫) এবং পাথুম নিশাঙ্কা(৩০)। তাইজুলের ঘূর্ণিতে ধনাঞ্জয়া ডি সিলভা মাত্র ২ রান করে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন।

২৯ রানে ব্যাট করছেন উইকেটকিপার নিরোশান ডিকাভিলা এবং ১২ রানে ব্যাট করছেন রমেশ মেন্ডিস।

আমারসংবাদ/এমএস