Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আজ মুখোমুখি বার্সা-অ্যাতলেতিকো 

স্পোর্টস ডেস্ক

মে ৮, ২০২১, ০৮:৪৫ এএম


আজ মুখোমুখি বার্সা-অ্যাতলেতিকো 

স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচটির অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। ক্যাম্প ন্যু'তে বাংলাদেশ সময় শনিবার (৮ মে) রাত সোয়া ৮টায় শুরু হবে ম্যাচটি। 

অ্যাতলেতিকো, বার্সা ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট প্রায় কাছাকাছি থাকায় লিগ শিরোপা নির্ধারণে এই ম্যাচের গুরুত্ব অনেক।

লিগের ৩৮ ম্যাচের ৩৪টিই খেলে ফেলেছে তিন দল। ৩৪ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো। রিয়াল ও বার্সার পয়েন্ট ৭৪ করে। আজকের ম্যাচে জিতলে শীর্ষে উঠে যাবে বার্সা। অন্যদিকে অ্যাতলেতিকো জিতলে শিরোপার পথে আরো একধাপ এগিয়ে যাবে তারা।

ম্যাচের আগে বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, 'আমাদের প্রত্যেকেই সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে। ওদের কিভাবে আটকানো যায় তা নিয়ে আমরা ভাবছি। আমাদের ভালো খেলতে হবে, কারণ ওদের রক্ষণ বেশ শক্ত। সুযোগ তৈরি করতে আমাদের সেরাটা দিতে হবে'।

আমারসংবাদ/এমএস