Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ঈদের ছুটিতে টাইগারদের মানতে হবে নির্দেশনা 

স্পোর্টস ডেস্ক

মে ১০, ২০২১, ০৯:৪০ এএম


ঈদের ছুটিতে টাইগারদের মানতে হবে নির্দেশনা 

আগামী ২৩ মে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ঈদের আগে সোমবার (১০ মে) শেষদিনের মতো অনুশীলনে নেমেছে টাইগাররা। ঈদে ছুটি পেলেও খেলোয়াড়দের অবাধ বিচরণে কিছু বাধ্যবাধকতা দিয়েছে বিসিবি। বোর্ডের মেডিক্যাল বিভাগ থেকে সবাইকে নিজ নিজ বাসায় থাকার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘ঈদকে সামনে রেখে আগামীকাল (মঙ্গলবার) সবার ছুটি হয়ে যাবে। যারা শ্রীলঙ্কা থেকে এসেছেন তাদের তো মন্ত্রণালয় অনুমতি দিয়েছে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলে বাইরে যেতে পারবে।’

দেবাশিষ আরও বলেন, ‘তবে আমরা বলবো জনসমাগম এড়িয়ে চলার জন্য। তারা যদি বাইরে যায়, পাবলিক গ্যাদারিংয়ের ভিতর, সে ক্ষেত্রে সংক্রমিত হলে আবার একটা ঝামেলা তৈরি হতে পারে।’

আইপিএল খেলে ভারত থেকে দেশে ফেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কোয়ারেন্টাইন শিথিলতার বিষয়ে এখনো সুরহা হয়নি। শেষপর্যন্ত ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকলে হোটেলেই ঈদ হবে তাদের। শ্রীলঙ্কা ফেরতরা অবশ্য ঈদের নামাজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে আগে নিশ্চিত করতে হবে স্বাস্থ্য সুরক্ষা।

দেবাশিষ বলেন, ‘আমরা তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছি। যেখানে বলা হয়েছে, জনসমাগম এড়িয়ে চলার জন্য, বাসাতেই থাকার জন্য। যারা ঢাকার বাইরে আছেন, তাদেরকেও একই কথা বলা হয়েছে। ঈদের পর ছুটি শেষে সবাই ঢাকায় ফিরলে দুবার করোনা টেস্ট হবে। দুই টেস্টের ফল নেগেটিভ আসলে আগামী ১৮ মে থেকে আবার অনুশীলন শুরু হবে।’

আমারসংবাদ/এমএস