Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

মে ১০, ২০২১, ১১:০০ এএম


জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের কাছে কোনো পাত্তাই পেল না স্বাগতিক জিম্বাবুয়ে। পাকিস্তানের দুর্দান্ত পারফরম্যান্সে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। 

২৪১ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়ে ইনিংস ও ১৪৭ রানে জিতেছে পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদির বলে লুক জংউই ড্রাইভ শটে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ হন।

জংউইকে ফিরিয়ে হাসান আলী ও নওমান আলীর পর তৃতীয় বোলার হিসেবে এই টেস্টে পাঁচ উইকেট পেলেন শাহীন। পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথমবার এক ম্যাচে তিন বোলার ফাইফার পেলেন, সব মিলিয়ে ষষ্ঠবার এমন ঘটনা ঘটলো।

বোলারদের বীরত্বের পরও আবিদ আলী তার প্রথম ডাবল সেঞ্চুরিতে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

পাকিস্তানের ৮ উইকেটে ৫১০ রানের ঘোষিত প্রথম ইনিংসের জবাবে জিম্বাবুয়ে ১৩২ রানে অলআউট হয়। ৩৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ৯ উইকেটে ২২০ রানে। নতুন দিন আর ২১ রান যোগ করে স্বাগতিকরা। টানা দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে হাসান ৫ উইকেট নেন, আর দ্বিতীয় ইনিংসে নওমান ও শাহীন।ৎ

আমারসংবাদ/এমএস