Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

টি-২০ বিশ্বকাপে ২০ দল, ওয়ানডেতে ১৪ দলের চিন্তা

স্পোর্টস ডেস্ক

মে ১৪, ২০২১, ০৫:৩৫ এএম


টি-২০ বিশ্বকাপে ২০ দল, ওয়ানডেতে ১৪ দলের চিন্তা

সীমিত ওভারের দুইটি বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর কথা ভাবছে আইসিসি। টি-২০ বিশ্বকাপে দল সংখ্যা ১৬ থেকে বেড়ে হতে পারে ২০, আর ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ সামনে হতে পারে ১৪ দলের।

২০২৪ আসর থেকে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে। সেখানে প্রাথমিক পর্ব থেকেই সবগুলি দলের অংশগ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। চার গ্রুপে থাকবে পাঁচটি করে দল।

এখন ১৬ দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে দুই গ্রুপে অংশ নেয় চারটি করে দল। পরে মূল পর্বে ১০ দল খেলে দুটি গ্রুপে ভাগ হয়ে।

ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ানোর ভাবনাকে বলা যায় আরও ইতিবাচক পদক্ষেপ।

৫০ ওভারের সংস্করণে দল সংখ্যা কমানো হচ্ছিল ক্রমেই। ২০০৭ আসরে যেখানে অংশ নিয়েছিল ১৬ দল, ২০১১ ও ২০১৫ আসরে ১৪ দল, সেখানে ২০১৯ আসরে সংখ্যা আরও কমিয়ে আনা হয় ১০ দলে।

মূলত ‘বিগ থ্রি’ গঠিত হওয়ার বিশ্বকাপে দল সংখ্যা এত কমানো হয়েছিল এই কারণ দেখিয়ে যে, ব্রডকাস্টাররা একতরফা ম্যাচ কম চায়। এখন তার ‘বিগ থ্রি’ নেই। ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপও তাই বাস্তব সম্ভাবনা।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আইসিসি প্রধান নির্বাহীদের সভায় এই সবকিছু নিয়ে আলোচনা হয়েছে।

সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনও না হলেও ইতিবাচকভাবেই সামনে তাকানো হচ্ছে এসব নিয়ে।

বিশেষ করে, প্রভাবশালী দেশগুলির সমর্থন আছে বলে এই আলোচনাগুলো বাস্তব রূপ পাওয়ার সম্ভাবনা প্রবল।

আমারসংবাদ/এআই