Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘ভারত-আফগানদের হারাতে পারব’

স্পোর্টস ডেস্ক

মে ১৬, ২০২১, ১০:৫৫ এএম


‘ভারত-আফগানদের হারাতে পারব’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ৫টি ম্যাচ খেলেছে। পাঁচ ম্যাচে মাত্র ১ পয়েন্ট বাংলাদেশ ফুটবল দলের। আগামী জুনে কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়ের আশা করছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।  

রোববার (১৬ মে) ক্যাম্পে যোগ দিয়ে তিনি এই দুটি দলকে হারাতে পারবেন বলে প্রত্যাশার কথা শুনিয়েছেন।

জামাল ভূঁইয়া বলেন, ‘ভারত ও আফগানিস্তানের সাথে আমরা জিততে পারি। আমরা ওদের সাথে অনেক প্রতিদ্বন্দ্বিতা করব। ভারত-আফগানিস্তানের খেলোয়াড় আর বাংলাদেশি খেলোয়াড় প্রায় কাছাকাছি।’

দুই দলের সঙ্গে জিততে হলে এর আগের প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে দেখছেন অধিনায়ক, ‘ক্যাম্পটা সব ঠিক মতো হতে হবে। আমাদের অনুশীলনেও সেরাটা দিতে হবে।’

দুই দলের বিরুদ্ধে প্রথম লেগে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র ও আফগানিস্তানের বিরুদ্ধে ০-১ গোলে হেরেছিল বাংলাদেশ। দুইটি ম্যাচেই দুর্ভাগ্যের শিকার বলে মনে করেন জামাল, ‘আফগানিস্তানের সঙ্গে হারলেও আমরা অনেক ভালো খেলেছি ও গোলের সুযোগ সৃষ্টি করেছিলাম। ভারতের সাথে তো এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ড্র করলাম।’ 

আমারসংবাদ/এমএস