Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

ডিপিএলের ৫ রাউন্ড শেষে শীর্ষে ইমন-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

জুন ৯, ২০২১, ০৯:১০ এএম


ডিপিএলের ৫ রাউন্ড শেষে শীর্ষে ইমন-মোস্তাফিজ

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরের পাঁচ রাউন্ড শেষ হয়ে গেছে। সাধারণত প্রিমিয়ার লিগ ৫০ ওভারের ফরম্যাটে হলেও এবার প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে পাঁচ রাউন্ড শেষে ব্যাটিংয়ে শীর্ষে ইমন, বোলিংয়ে মোস্তাফিজ

এ টুর্নামেন্ট সবমিলিয়ে পাঁচ ম্যাচে ৪৬.৫০ গড়ে ১৮৬ রান করে আনিসুল ইমনই এখন রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে। তার পরের অবস্থানে রয়েছেন ডিওএইচএসের আরেক রাকিন আহমেদ। যার সংগ্রহ পাঁচ ম্যাচে ১৭০ রান, সর্বোচ্চ ইনিংসটি ৪৬ রানের। এছাড়া শীর্ষ পাঁচের পরের তিনজন হলেন তামিম ইকবাল, তাসামুল হক (পারটেক্স) ও মাহমুদুল হাসান জয় (ডিওএইচএস)।

পাঁচ রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক
১/ আনিসুল ইসলাম ইমন - ৫ ম্যাচে ১৮৬ রান, সর্বোচ্চ ৬৪
২/ রাকিন আহমেদ - ৫ ম্যাচে ১৭০ রান, সর্বোচ্চ ৪৬
৩/ তামিম ইকবাল - ৫ ম্যাচে ১৬৮ রান, সর্বোচ্চ ৪৭
৪/ তাসামুল হক - ৫ ম্যাচে ১৫৭ রান, সর্বোচ্চ ৬৫*
৫/ মাহমুদুল হাসান জয় - ৫ ম্যাচে ১৫৬ রান, সর্বোচ্চ ৭৮*

অন্যদিকে বল হাতে সবাইকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজুর রহমান ও সৈয়দ খালেদ আহমেদ। প্রথম পাঁচ রাউন্ড শেষে দুজনই শিকার করেছেন সমান ১০টি করে উইকেট। টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোস্তাফিজই একমাত্র বোলার হিসেবে নিয়েছেন এক ম্যাচে ৫ উইকেট। এছাড়া ম্যাচে ৪ উইকেট নিতে পেরেছেন রুবেল হোসেন (প্রাইম ব্যাংক), রাহাতুল ফেরদৌস (ব্রাদার্স) ও আলাউদ্দিন বাবু (ব্রাদার্স)।

পাঁচ রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারি
১/ মোস্তাফিজুর রহমান - ৫ ম্যাচে ১০ উইকেট, সেরা ৫/২২
২/ সৈয়দ খালেদ আহমেদ - ৫ ম্যাচে ১০ উইকেট, সেরা ৩/২৪
৩/ তানভীর ইসলাম - ৫ ম্যাচে ৯ উইকেট, সেরা ৩/৮
৪/ নাঈম হাসান - ৫ ম্যাচে ৮ উইকেট, সেরা ৩/২৪
৫/ সাকিব আল হাসান - ৫ ম্যাচে ৮ উইকেট, সেরা ২/১

আমারসংবাদ/এমএস