Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

রাতে মুখোমুখি জার্মানি-পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

জুন ১৯, ২০২১, ১১:০০ এএম


রাতে মুখোমুখি জার্মানি-পর্তুগাল

ইউরো ২০২০-এ হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে জার্মানি ও পর্তুগাল। আজকের ম্যাচ জিতলেই পরের রাউন্ডে চলে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। অন্যদিকে হেরে গেলে টুর্নামেন্ট থেকে জার্মানদের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। দুই শিরোপা প্রত্যাশী দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।

হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে ইউরোতে শুভ সূচনা করে পর্তুগাল। ম্যাচটিতে জোড়া গোল করে ফর্মে থাকার জানান জোরালোভাবেই দিয়েছেন রোনালদো। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে একমাত্র আত্মঘাতী গোলে হেরে যায় জার্মানি। 

হেড টু হেড লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে জার্মানি। এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ১৮ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে তারা। ড্র ৫টি ও হার ৩টিতে। দুই দলের দেখা হওয়া শেষ ম্যাচটিও ছিলো বৈশ্বিক টুর্নামেন্টে। ২০১৪ বিশ্বকাপে মুলারের হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল জার্মানরা। 

এদিকে একই গ্রুপের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় হাঙ্গেরির প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দিনের শেষ ম্যাচে তিনবারের ইউরোজয়ী স্পেনের মুখোমুখি হবে পোল্যান্ড। ম্যাচ শুরু রাত ১টায়।

আমারসংবাদ/এমএস