Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস 

স্পোর্টস ডেস্ক

জুলাই ২, ২০২১, ০৭:৪০ এএম


আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস 

২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।  প্রায় একশ’ বছর আগে ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) এর আত্মপ্রকাশ ঘটে। এখনও পর্যন্ত বাংলাদেশসহ প্রায় ১৬৭টি দেশ এই ক্রীড়া সাংবাদিক সংস্থার স্বীকৃতি পেয়েছে।
 
আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখেই মূলত ১৯৯৪ সাল থেকে ২ জুলাই তারিখটিকে বিশ্বব্যাপী ক্রীড়া সাংবাদিকতা দিবস হিসেবে পালন করা হয়।

সমগ্র বিশ্ব জুড়ে ২ জুলাই এই দিনটি পালন করা হয়। ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়ে থাকে।

এ বিশেষ দিবস উপলক্ষ্যে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

এক বিবৃতিতে তিনি বলেছেন, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস-২০২১ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল ক্রীড়া সাংবাদিকদের উষ্ণ অভিনন্দন জানাই। যারা নিজেদের কর্মস্পৃহা, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও ডেডিকেশন দিয়ে খেলাধুলায় নতুন মাত্রা যোগ করেছেন।

তিনি আরও বলেন, সারা বিশ্বের অগণিত মানুষের মনে আনন্দের যোগান দেয় খেলাধুলা। এ কারণে আমাদের অবশ্যই ক্রীড়া সাংবাদিকদের ধন্যবাদ দেয়া উচিত তাদের অসাধারণ কাজের জন্য। সবাইকে ক্রীড়া সাংবাদিক দিবসের শুভেচ্ছা।

আমারসংবাদ/এমএস