Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কোপা আমেরিকা: ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে এগিয়ে কারা 

জুলাই ৭, ২০২১, ০৬:৪০ এএম


কোপা আমেরিকা: ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে এগিয়ে কারা 

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারালো আর্জেন্টিনা। এর আগে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।

এ নিয়ে দুই দলের দশমবারের মতো দেখা হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনালে। ২বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ও ৫বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে কোপা আমেরিকায় লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। এর আগে নয়বারের দেখায় ফাইনালে দুইবার আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।

এছাড়া এখন পর্যন্ত কোপায় ১৪বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, বিপরীতে ব্রাজিল জিতেছে ৯ বার। কোপা আমেরিকার ফাইনালে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেবার ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। এর আগের আসরে ২০০৪ সালে টাই-ব্রেকারে জিতে ব্রাজিল।

আন্তর্জাতিক ফুটবলে দুই দলের মোট দেখা ১০৭ ম্যাচে। যেখানে ব্রাজিলের জয় ৪৮ ম্যাচে আর ৩৪টি ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। ড্র হয় ২৫টি ম্যাচ। সবশেষ ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে যদিও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয় ব্রাজিল।

দেখে নেয়া যাক কোপা আমেরিকার ফাইনালে দুই দলের দেখায় কারা এগিয়ে-

সাল     চ্যাম্পিয়ন    রানার্স-আপ    গোল

১৯২৫ আর্জেন্টিনা      ব্রাজিল

১৯৩৭ আর্জেন্টিনা      ব্রাজিল           ২-০

১৯৪৫ আর্জেন্টিনা    ব্রাজিল

১৯৪৬ আর্জেন্টিনা    ব্রাজিল

১৯৫৭ আর্জেন্টিনা     ব্রাজিল

১৯৫৯ আর্জেন্টিনা     ব্রাজিল

১৯৯১ আর্জেন্টিনা      ব্রাজিল

২০০৪ ব্রাজিল          আর্জেন্টিনা      ২-২ (৪-২)

২০০৭ ব্রাজিল         আর্জেন্টিনা         ৩-০

আমারসংবাদ/এমএস