Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

শুরুতেই বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

জুলাই ৭, ২০২১, ০৮:২৫ এএম


শুরুতেই বিপাকে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় টাইগাররা। 

বুধবার (৭ জুলাই) হারের স্পোর্টস ক্লাবে টসে হাসিমুখ মুমিনুল হকের। জিতে অবশ্য শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে ভুল করলেন না বাংলাদেশ অধিনায়ক। 

শুরুতেই ব্যাট করতে নেমে ৫ বল থেকে (০) রান করে সাজঘরে ফেরেন সাইফ হাসান। নাজমুল হোসেন শান্তও তেমন ভালো করতে পারেনি। ৮ বল খেলে তিনি সংগ্রহ করেছেন মাত্র দুই রান। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৯ ওভার ৪ বল থেকে ২৫ রান।  

তামিম ইকবাল আগেই ইঙ্গিত দিয়েছিলো টেস্ট ম্যাচটি মিস করবেন। হাঁটুর চোটে ভোগা ওপেনারকে ছাড়াই গড়তে হয়েছে বাংলাদেশের একাদশ। তার জায়গায় একাদশে সাদমান ইসলাম। তবে মুশফিক ঠিকই আছেন দলে। ১৬ মাস পর টেস্ট দলে ফিরেই মাহমুদউল্লাহও নিজেকে মেলে ধরার সুযোগ পেলেন। 

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী। 

জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, রয় কাইয়া, ব্রেন্ডন টেলর, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।

আমারসংবাদ/এমএস