Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

প্রথম সেশনে বাংলাদেশের রাজত্ব 

স্পোর্টস ডেস্ক

জুলাই ১০, ২০২১, ১০:৩০ এএম


প্রথম সেশনে বাংলাদেশের রাজত্ব 

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের চতুর্থ দিন লিডটাকে আরও এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। সাইফ হাসান চল্লিশ পেরিয়ে থামলেও ফিফটি পেয়েছেন সাদমান ইসলাম। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ১৬৯ রান। লিড দাঁড়িয়েছেন ৩৬১।

সাইফ ও সাদমান দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ওপেনিং জুটি অবিচ্ছিন্ন রেখে তৃতীয় দিন শেষ করেছিলেন।  সেটি শিগগিরই পেরিয়েছে ফিফটি। তবে সেটি আরও বড় করা যায়নি সাইফ ৪৩ রানে  রিচার্ড এনগারাভার বলে ডিওন মায়ার্সের দুর্দান্ত ক্যাচ হলে। মাত্র ৭ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি মিস করলেন সাইফ। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করছিলেন, শেষ পর্যন্ত বিপদ ডেকে এনেছে সেটিই।

সাইফের ইনিংসটি ৬টি বাউন্ডারিতে সাজানো। প্রথম ইনিংসে শূন্যতে ফিরলেও এবার কিছু রান পেয়েছেন, তবে ফিফটির আগেই থেমে যাওয়াটা তাঁর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারবে কিনা, প্রশ্ন সেটিই। তামিমের অনুপস্থিতিতে সুযোগটা সেভাবে কাজে লাগাতে পারলেন না সাইফ। সাদমানের সঙ্গে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত। তিনি অপরাজিত ৫৮ বলে ৪৭ রান করে।

বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৬৮/১০ (ওভার ১২৬) ( মুমিনুল ৭০, লিটন ৯৫, মাহমুদউল্লাহ ১৫০, তাসকিন ৭৫, মুজারাবানি ৪/৯৪)

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস): ২৭৬/১০ (১০৭ ওভার) (কাইতানো ৮৭, শুম্বা ৪১, টেলর ৮১, মেয়ার্স ২৭; মিরাজ ৫/৮২, সাকিব ৪/৮২, তাসকিন ১/৪৬)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ১৬৯/১ (ওভার ৪৯) (সাদমান ৭২*, সাইফ ৪৩, শান্ত ৪৭*)

আমারসংবাদ/এমএস