Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সেঞ্চুরি করলেন সাদমান-শান্ত

স্পোর্টস ডেস্ক

জুলাই ১০, ২০২১, ১১:৩৫ এএম


সেঞ্চুরি করলেন সাদমান-শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের চতুর্থ দিন লিডটাকে আরও এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ে বোলারদের সাদামাটা বোলিং মোকাবেলা করে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার সাদমান ইসলাম এবং তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত।

সেঞ্চুরির করলেন সাদমান ও শান্ত 

প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মিল্টন শুম্বার বলে অফ সাইডে ঠেলে দিয়ে ১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হাফ সেঞ্চুরি ছাড়িয়ে এবার সেঞ্চুরি করলেন তিনি। এদিকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন সাদমান ইসলাম। তিনি অপরাজিত আছেন ১১০ রানে।

হাফ সেঞ্চুরির আগে ফিরলেন সাইফ

জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমেছিলেন সাইফ হাসান। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও ডানহাতি এই ওপেনার দ্বিতীয় ইনিংসে ছিলেন খানিকটা সাবলীল। যেখানে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেয়ার সুযোগও হয়েছিল। তবে হাফ সেঞ্চুরির আগে সাজঘরে ফেরেন সাইফ। 

রিচার্ড এনগারাভার বলে ডিয়ন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে ছয়টি চারের সাহায্যে ৪৩ রানে আউট হয়েছেন তিনি। যা কিনা সাদা পোশাকের ক্রিকেটে তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে শ্রীলঙ্কা সফরে ক্যারিয়ার সেরা ৩৪ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৬৮/১০ (ওভার ১২৬) ( মুমিনুল ৭০, লিটন ৯৫, মাহমুদউল্লাহ ১৫০, তাসকিন ৭৫, মুজারাবানি ৪/৯৪)

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস): ২৭৬/১০ (১০৭ ওভার) (কাইতানো ৮৭, শুম্বা ৪১, টেলর ৮১, মেয়ার্স ২৭; মিরাজ ৫/৮২, সাকিব ৪/৮২, তাসকিন ১/৪৬)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ২৮৪/১ (ওভার ৬৭) (সাদমান ১১৫*, সাইফ ৪৩, শান্ত ১১৭*)

আমারসংবাদ/এমএস