Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

ট্রফির সাথে কত টাকা পেল আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক

জুলাই ১১, ২০২১, ১২:৪০ পিএম


ট্রফির সাথে কত টাকা পেল আর্জেন্টিনা?

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল যে মেসিই পেতে যাচ্ছেন, তা ছিল অনুমেয়। অবশেষে সেটাই হলো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং সর্বোচ্চ গোলদাতা- দুটো সেরা পুরস্কারই উঠলো মেসির হাতে।

সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। সাত ম্যাচের চারটিতেই জাল অক্ষত রেখে ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন মার্তিনেজ।

ফাইনালের ম্যাচসেরার পুরস্কারটা পেলেন ফাইনালের একমাত্র স্কোরার আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। ২২ মিনিটে দি পলের চোখধাঁধানো পাস ধরে গোল করেন ডি মারিয়া।

অনেকেরই জানার ইচ্ছে কোপা ট্রফি জয়ে আসলে কত টাকা পায় দল গুলো? কোপার এই আসরে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনা পাচ্ছে ৬৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর অঙ্কটা দাঁড়ায় প্রায় ৫৫ কোটি টাকা। রানার্সআপ ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে পেরুকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা।

এ দিকে চতুর্থ দল হিসেবে পেরু পেয়েছে ২১ কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া দলগুলো (ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি) পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা।

আমারসংবাদ/ইএফ