Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বিদায় নিয়েও গোল্ডেন বুট পেয়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

জুলাই ১২, ২০২১, ০৫:৫০ এএম


বিদায় নিয়েও গোল্ডেন বুট পেয়েছেন রোনালদো

ইউরো কাপের এবারের আসরে একেবারেই সুবিধা করতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব থেকে। ফাইনাল, সেমিফাইনাল এমনকি কোয়ার্টার ফাইনালেও খেলা হয়নি পর্তুগালের। 

ব্যক্তিগত পারফরম্যান্সে সৌরভ ছড়িয়ে ইউরো ২০২০ শেষে বাজিমাত করেছেন রােনালদো। জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার গোল্ডেন বুট।

দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের মত দলের সঙ্গে পড়ে বিদায় নিতে হয়েছিল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের নামের পাশে যা অর্জন যোগ করার, তা করেছেন প্রথম রাউন্ডে। যে কারণে ইউরো শেষ হওয়ার পরও তাকে কেউ পেছনে ফেলতে পারেনি। ফলে এবারের ইউরোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠলো রোনালদোর হাতেই।

রোনালদো গোল করেছেন ৫টি। চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিকের গোলও ৫টি। তবে তার চেয়ে রোনালদো এগিয়েছেন অ্যাসিস্ট করার কারণে। রোনালদোর নামের পাশে একটি অ্যাসিস্টও রয়েছে। শিকর নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই। সে কারণে, গোল্ডেন বুটের জন্য নির্বাচিত হলেন রোনালদোই।

এক নজরে ইউরোর সর্বোচ্চ গোলদাতার তালিকা-

ক্রিশ্চিয়ানো রোনালদোর (পর্তুগাল)- ৫ গোল, এক অ্যাসিস্ট।
প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র)- ৫ গোল।
হ্যারি কেন (ইংল্যান্ড)- ৪ গোল।
রোমেলো লুকাকু (বেলজিয়াম)- ৪ গোল।
করিম বেনজেমা (ফ্রান্স)- ৪ গোল
এমিল ফোর্সবার্গ (সুইডেন)- ৪ গোল, এক অ্যাসিস্ট।

আমারসংবাদ/এমএস