Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মাহমুদউল্লাহর বিদায়বেলায় সতীর্থদের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

জুলাই ১২, ২০২১, ১০:১০ এএম


মাহমুদউল্লাহর বিদায়বেলায় সতীর্থদের আবেগঘন বার্তা

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে  অবসরের ঘোষণা দিয়েছেন এই সুপারস্টার। মাহমুদউল্লাহর টেস্ট অবসরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার জাতীয় দলের সতীর্থরা। 

হারারে টেস্টের পঞ্চম দিনে (রোববার) মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন মাহমুদউল্লাহ। এর পরেই জানা যায়, তিনি আর টেস্ট খেলবেন না। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, সেটি নিশ্চিত করতে পারেননি মুমিনুল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদউল্লাহকে নিয়ে লিখেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্তরা।

তামিম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘লাল বলের ক্রিকেটে আপনার সেবার জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সীমিত পরিসরের ক্রিকেটে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।’

আগামীর জন্য শুভকামনা জানিয়ে মিরাজ লিখেছেন, ‘এক দুর্দান্ত খেলোয়াড় আপনি! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আপনি আর টেস্ট খেলবে না। খেলোয়াড়, ভক্তরা আপনাকে এই সংস্করণে ক্রিকেটে মিস করবে। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। আরও শিখতে মুখিয়ে আছি। আপনি যে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছেন তা উপভোগ করুন।’

টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত লিখেন, ‘আমি যে কোনও দলে খেলি না কেন তার মতো একজন রত্নকে ড্রেসিংরুমে পেয়েছি। আপনার থেকে অনুপ্রেরণার পাশাপাশি অনেক কিছু শিখেছি। টেস্ট ক্রিকেটে দেশকে যে সেবা দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।’

আমারসংবাদ/এমএস