Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

আর্জেন্টিনার বিমানবন্দরে বোমা আতঙ্কে মেসি! 

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৪, ২০২১, ০৮:৫৫ এএম


আর্জেন্টিনার বিমানবন্দরে বোমা আতঙ্কে মেসি! 

দেশের জার্সিতে প্রথমবার ট্রফি জিতে দুরন্ত মেজাজে লিওনেল মেসি। দলকে চ্যাম্পিয়ন করার পর সাময়িক বিরতি নিয়ে স্পেন যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু যাওয়ার আগেই বাধার সম্মুখীন হতে হল এই সুপারস্টারকে। 

তাঁর বিমানযাত্রার মাত্র কয়েক ঘণ্টা আগেই আর্জেন্টিনার এক বিমানবন্দরে ছড়াল বোমাতঙ্ক। এর জেরে আপাতত পিছিয়ে গেল তার স্পেনযাত্রাও।

আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দর থেকে ফ্লাইটে ধরার কথা ছিল তার। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন, বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বোমাতঙ্কের পর পুরো বিমানবন্দর খালি করে দেওয়া হত্য। বাতিল করা হয় কয়েকটি ফ্লাইট। যদিও ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। পরে এ নিয়ে রোজারিও বিমানবন্দরের তরফ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে তাতে আদৌ বোমা ছিল কি না তা নিশ্চিত করা হয়নি।

১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সিতে শিরোপা জেতার স্বাদ পেয়েছেন মেসি। ব্রাজিলের মাঠ মারাকানায় স্বাগতিকদেরকেই হারিয়ে কোপার শিরোপা নিয়ে গেছে আলবিসেলেস্তেরা। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গোল্ডেন বুট ও বল দুটোই বগলদাবা করেছেন মেসি। এমন অর্জনের পর ছুটি কাটাতে স্পেনে যাওয়ার কথা ছিল তার।  

আমারসংবাদ/এমএস