Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৩, ২০২১, ১০:১০ এএম


টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেও জিতেছিল বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে বোলিং করছে বাংলাদেশ। 

যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

মাঠের নামার আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। আজ একাদশে নেই ওয়ানডেতে সেঞ্চুরিয়ান ওপেনার লিটন দাস।

বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন লিটন দাস। সে চোটের কারণে ঝুঁকি নিতে চান না নির্বাচকরা।

তাই এ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। লিটন দাস না খেলায় প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শামিম পাটওয়ারি।

হাঁটুর ইনজুরির কারণে দেশে ফিরেছেন তামিম ইকবাল। বাবা মায়ের পাশে থাকতে মুশফিকও ফিরেছেন দেশে।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকছেন না লিটন দাসও। অর্থাৎ মাহমুদউল্লাহ রিয়াদের তিন ব্যাটিং স্তম্ভই নেই আজ।

অবশ্য গত ম্যাচ বেশ ভালো সামলেছেন নাইম শেখ ও সৌম্য সরকাররা। লিটনের মতো বিশ্রাম দেওয়া হচ্ছে মোস্তাফিজুর রহমানকেও। আজ নামছেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলের একাদশ-

বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে: রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, মিল্টন শুম্বা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও তেন্ডাই চাতারা।

আমারসংবাদ/এমএস