Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

কাশ্মীর প্রিমিয়ার লিগ নিয়ে কড়া হুঁশিয়ারি বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২, ২০২১, ০৮:১৫ এএম


কাশ্মীর প্রিমিয়ার লিগ নিয়ে কড়া হুঁশিয়ারি বিসিসিআইয়ের

পাকিস্তান কর্তৃক আয়োজিত ‘কাশ্মীর প্রিমিয়ার লিগ’ (কেপিএল) শুরু হচ্ছে শিগগিরই। এই টুর্নামেন্টে অংশ না নিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটারদের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে।

এই ধরনের টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে সাবেক ক্রিকেটারদের বিধিনিষেধ আরোপ করার সুযোগ নেই দেশের ক্রিকেট বোর্ডেরও। তবে সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবস ও শ্রীলঙ্কার সাবেক তারকা তিলকরত্নে দিলশানরা জানিয়েছেন হুমকি পাওয়ার কথা।

এবার আইসিসিকে চিঠি দিল বিসিসিআই। চিঠিতে কাশ্মির প্রিমিয়ার লিগকে স্বীকৃতি না দিতে আইসিসিকে আহবান জানিয়েছে ভারতীয় বোর্ড। কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়েছে দুই দেশ। তাই এই বিরোধপূর্ণ এলাকায় লিগ আয়োজনকে স্বীকৃতি না দিতে আহবান জানিয়েছে ভারত।

আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে কাশ্মীর প্রিমিয়ার লিগ। ভারতীয় বোর্ডের হুমকির পরও ৬ দলের এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন।

আমারসংবাদ/এমএস