Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সেই দিন স্টাম্পে লাথি দেওয়া নিয়ে মুখ খুললেন সাকিব 

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২১, ০৬:৫৫ এএম


সেই দিন স্টাম্পে লাথি দেওয়া নিয়ে মুখ খুললেন সাকিব 

গত জুনের ১১ তারিখে ঢাকা আবাহনী বনাম মোহামেডান ম্যাচের ঘটনা। সেদিন সাকিব আল হাসান একটি এলবিডব্লুর আবেদনে সাড়া পাননি আম্পায়ার ইমরান পারভেজের কাছ থেকে। তাতেই হারিয়ে বসলেন মেজাজ। বিতণ্ডায় জড়ালেন, লাথি দিয়ে ভাঙলেন স্টাম্প।

একটু পর আবারও একইরকম কাণ্ড। স্টাম্প তুলে আছাড় দেন মাঠে। কেন এসব করেছিলেন সাকিব? এর কারণ হিসেবে অনেকে অনেক মন্তব্য করেন। খবরের শিরোনাম হয়, ঘরোয়া লিগের নানা অনিয়মের প্রতিবাদ করেছেন সাকিব। তবে সাকিব জানিয়েছেন, ‘না’।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাকিবকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “হিট অব দ্য মোমেন্ট’।

ডিপিএলের ওই ম্যাচে মোহামেডানের দেয়া ১৪৬ রানের রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল আবাহনী। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহমান বিপর্যয় সামলাচ্ছিলেন।

মোহামেডানের যখন ৩ উইকেটে ২১ রান, তখন ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওই ওভারের পঞ্চম বলটি মুশফিকুর রহীমের প্যাডে লাগে। সাকিব এলবিডব্লিউয়ের জন্য জোরালো আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। এসময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে স্টাম্পে লাথি দিয়ে উইকেট ভেঙে ফেলেন।

এরপর ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর বৃষ্টি শুরু হলে মাঠ কর্মীদের কাভার আনতে বলেন আম্পায়ার মাহফুজুর রহমান। সাকিব তখন আবার আম্পায়ারের দিকে এগিয়ে কিছুটা তর্কে জড়ান। এরপর হুট করেই তিনটি স্টাম্পই তুলে আছাড় মারেন মাটিতে।

আমারসংবাদ/এমএস