Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সেরা দশে জায়গা পেলেন সাকিব 

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:২০ এএম


সেরা দশে জায়গা পেলেন সাকিব 

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় সাকিব আল হাসান। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই সুপারস্টারের। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি।

র‍্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন শেখ মেহেদী হাসানও। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে ৯১ নম্বর ছিলেন তিনি। সেখান থেকে উঠে এসেছেন ২৪ নম্বরে। 

বুধবার (৮ আগস্ট) গত এক সপ্তাহে হওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাঙ্কিং জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ সেপ্টেম্বর শুরু হয় বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ৩টি ম্যাচ। যেখানে টাইগারদের হয়ে সাকিব ও মেহেদী এই দুজনেই কিউইদের বিপক্ষে প্রথম ৩ ম্যাচে ৪টি করে উইকেট নিয়েছেন। এতে সিরিজ শেষের আগেই পুরস্কৃত হলেন দুজন। 

বোলিং র‍্যাঙ্কিংয়ে সাকিব ছিলেন ১২ নম্বরে। সেখান থেকে উঠে সাকিবের বর্তমান অবস্থান ৯ নম্বরে। বড় লাফে ৯১ নম্বর থেকে ২৪ নম্বরে উঠে এসেছেন অফ স্পিনার শেখ মেহেদী। র‍্যাঙ্কিংয়ে আগেই মতোই ১০ নম্বরে অবস্থা বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানের। এদিকে ৫ রেটিং পয়েন্ট বেড়েছে অলরাউন্ডারদের ক্যাটাগরিতে শীর্ষে থাকা সাকিব আল হাসানের।

আমারসংবাদ/এমএস