Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ১১:১৫ এএম


দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টাইগার যুবাদের কাছে কোনাে পাত্তাই পেল না আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ১২১ রানের বড় ব্যবধানে জিতেছে এসএম মেহেরবের দল। 

প্রথম ম্যাচে ১৬ রানে জয়ের পর সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতে তিন উইকেটে। আজ তৃতীয় ম্যাচ ১২১ রানের বিশাল ব্যবধানে জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।  

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেটে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক এসএম মেহেরব। ৫ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।

সেখান থেকে ধীর লয়ে ৬১ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন ওপেনার মফিজুল ইসলাম ও চারে নামা আইচ মোল্লা। ৯৩ বলে ২৭ রানের ইনিংস খেলে মফিজুল আউট হলেও যুব ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি তুলে নেন আইচ মোল্লা।

নিজের খেলা ৫ম বলে প্রথম রানের দেখা পান আইচ। ২৯ তম ওভারে যেয়ে আউট হন মফিজুল। ততক্ষণে সেট হয়ে যাওয়া আইচ মোল্লার রান ৬৬ বলে ২৪।

তবে ঐ ওভারেই ইজাজ আহমেদের বলে টানা দুই চার ও ১ টি ছক্কা হাঁকান আইচ। রান তোলাতে মন দেন ভালোভাবেই। প্রায় প্রতি ওভারেই চার ও ছক্কা আদায় করে নিচ্ছিলেন। ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

ফিফটি পূর্ণ হবার পর রান তোলার গতি কমেনি আইচের, অন্যপ্রান্তে অবশ্য সতীর্থদের সাজঘরে যেতে দেখেছেন। ফয়সাল খান আহমেদজাইকে চার মেরে সেঞ্চুরি আদায় করে নেন আইচ। ১২৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।

সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ টেকেননি আইচ। ১৩০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৮ করে ফেরেন তিনি।

শেষে আব্দুল্লাহ আল মামুনের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ২২২ রান জমা করে স্বাগতিকরা। ২০ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন আব্দুল্লাহ আল মামুন।

২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে খোলসবন্দী ছিলেন দুই আফগান ওপেনার। ১২.১ ওভার স্থায়ী জুটিতে আসে কেবল ২২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। সুলিমান সাফি (১৮), বিলাল সায়েদি (২২), ইজাজ আহমেদ (২১), জাহিদুল্লাহ সালিমি (১৩) ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি।

নাইমুর রহমান নয়ন, রিপন মন্ডল, আরিফুল ইসলামদের বোলিং তোপে ১০১ রানেই গুটিয়ে যায় আফগান যুবারা। ১২১ রানের বড় জয় পায় বাংলাদেশ। যুব ওয়ানডেতে প্রথমবারের মত ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান নয়ন।

সংক্ষিপ্ত স্কোর: 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২২২/৬ (৫০), নাবিল ১, মফিজুল ২৭, খালিদ ০, আইচ ১০৮, মেহেরব ৭, তাজিবুল ১৮, মামুন ৩২*, আরিফুল ৪*; নাভিদ ৯-১-৪৮-১, আহমেদজাই ১০-১-৩৯-৩, ইজহারউলহক ১০-১-২৫-১, ইজাজ ১-০-১৫-১

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১০১/১০ (৩৯.৪), বানুরি ৯, সুলিমান ১৮, বিলাল ২২, ইজাজ ২১, সালিমি ১৩, আহমেদজাই ২, হোটাক ৫, ফয়সাল ০, নাভিদ ১, হাসানি ৪, জাদরান ১*; রিপন ৭-২-১৭-৩, আরিফুল ১০-০-২৩-২, নয়ন ৭.৪-১-১৭-৫

ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১২১ রানে জয়ী
ম্যাচসেরা: আইচ মোল্লা (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল)।

আমারসংবাদ/এমএস