Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কোচ অস্কারের সাফ ক্যাম্পে নতুন মুখ এলিটা

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২১, ১০:১৫ এএম


কোচ অস্কারের সাফ ক্যাম্পে নতুন মুখ এলিটা

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নাইজেরিয়ার জন্ম বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেসহ ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ অস্কার ব্রুজোন। 

বুধবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পাশাপাশি সাফ ক্যাম্পের প্রাথমিক দল ঘোষণা করেন ব্রুজোন।

এর আগে, গত শুক্রবার ইংল্যান্ডের জেমি ডে’কে অব্যাহতি দিয়ে নতুন ব্রুজোনের নাম ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ লাল-সবুজদের দায়িত্ব কাঁধে নিলেন পাঁচদিন পর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের ম্যাচ বাকি থাকায় দায়িত্ব গ্রহণে সময় নেন ব্রুজোন।

কোচ হয়ে এসেই প্রাথমিক দলে পরিবর্তন এনেছেন ব্রুজোন। জেমি ডের তালিকায় থাকা প্রবাসী ফুটবলারদের রাখেননি তিনি।

সাফ ক্যাম্পে ২৬ সদস্যের প্রাথমিক দল: 

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো ও শহীদুল আলম সোহেল।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান ও টুটুল হোসেন বাদশা।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ ও মানিক মোল্লা।

ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, জুয়েল রানা ও এলিটা কিংসলে।

আমারসংবাদ/এমএস