Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ক্যাচ ধরে ১ লাখ ১৩ হাজার টাকা পুরস্কার পেলেন সাকিব   

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৪, ২০২১, ১০:২০ এএম


ক্যাচ ধরে ১ লাখ ১৩ হাজার টাকা পুরস্কার পেলেন সাকিব   

দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন সাকিব, যা তাকে এনে দিয়েছে ‘পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচ’ পুরস্কার। 

এই এক ক্যাচ তালুবন্দি করেই ১ লাখ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৩ হাজার টাকা) পুরস্কার পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

দিল্লির ইনিংসের ১৫তম ওভারে কলকাতার বোলার বরুণ চক্রবর্তীর করা প্রথম বলে তুলে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন শিখর ধাওয়ান। 

যদিও ক্যাচটি ছিল কষ্টসাধ্য। ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে ক্যাচটি লুফে নেন সাকিব। দিল্লির সর্বোচ্চ রানসংগ্রাহককে ফেরান। শিখরের আউটকে ম্যাচের ভাইটাল পয়েন্ট হিসেবে ধরেছেন বিশ্লেষকরা। কারণ উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন ধাওয়ান। সাকিবের তালুবন্দি হয়ে ৩৬ রানে সাজঘরে না ফিরলে ইনিংস লম্বা হতো তার। 

মাত্র ১৩৬ রানের লক্ষ্য ছুড়ত না দিল্লি। আর এই দুর্দান্ত ক্যাচ ধরার জন্য সাকিব জিতেছেন পুরস্কার।

ম্যাচে হাত ঘুরিয়ে ৪ ওভারে ২৮ রান দেন সাকিব। ব্যাট হাতে শেষ মুহূর্তে নেমে ২ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি।

আগামীকাল ১৫ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল লড়বে কলকাতা নাইট রাইডার্স।

আমারসংবাদ/এমএস