Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৭, ২০২১, ১০:৩০ এএম


দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

শুরু হলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। রোববার (১৭ অক্টোবর) উদ্বোধনী দিনে মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। রাতে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের এবাবের আসর বিশ্বরেকর্ডের মঞ্চে পরিণত হতে পারে সাকিব আল হাসানের জন্য।

এবারের আসরে ১০ উইকেট পেলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন তিনি। সাকিবের অবস্থান তালিকার সাতে। ২৫ ম্যাচে তার উইকেট ৩০টি।

আফ্রিদিকে টপকাতে সাকিবের প্রয়োজন ১০ উইকেট। পরিসংখ্যান কঠিন হলেও সাকিব বলেই রেকর্ডটি ভাঙা সম্ভব। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে আট ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাকিবের শিকার ১০ উইকেট। আর ২০১৪ সালে বাংলাদেশে হওয়া বিশ্বকাপে নিয়েছেন ৮ উইকেট।

সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচে ৩৮ উইকেট আছে তার। তৃতীয় স্থানে পাকিস্তানের সাঈদ আজমল। ২৩ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি। ২১ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে চারে অবস্থান শ্রীলঙ্কার অজান্থা মেন্ডিসের। পাঁচে রয়েছেন ৩৫ উইকেট নেয়া উমর গুল।

অন্যদিকে আর একটি উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে যাবেন টাইগার সাকিব।

সর্বোচ্চ ১০৭ উইকেট ঝুলিতে নিয়ে রেকর্ডটি এখন দখলে শ্রীলঙ্কার পেইসার মালিঙ্গার। আর সাকিবের বর্তমান উইকেট সংখ্যা ১০৬। দুই উইকেট পেলে মালিঙ্গার কাছ থেকে রেকর্ডটি ছিনিয়ে নেবেন সাকিব।

৯৯ উইকেট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, ৯৮ উইকেট নিয়ে চতুর্থে পাকিস্তানের শহিদ আফ্রিদি এবং ৯৫ উইকেট নিয়ে আফগানিস্তানের রশিদ খান পঞ্চম স্থানে রয়েছেন।

আমারসংবাদ/জেআই