Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

শুরুতেই সাজঘরে নাঈম  

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ১০:২৫ এএম


শুরুতেই সাজঘরে নাঈম  

খেলার শুরুতেই বড় ধাক্কা বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য হাতে বিদায় নিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। কাবুয়া মোরেয়ার বলে সেসে বাউয়ের হাতে বন্দী হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৫ ওভারে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪ রান জমা করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ‍ওপেনার লিটন দাশ (১১) ও সাকিব আল হাসান (৩)।

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ম্যাচটি শুরু হয় বিকেল চারটায়, ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে। পিএনজির বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

সুপার টুয়েলভে যেতে হলে পাপুয়া নিউগিনিকে হারাতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, মেহেদি হাসান, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ: লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নর্মান ভানুয়া, কিপলিন দোরিগা (উইকেটরক্ষক), চাদ সোপার, কাবুয়া মোরেয়া, ড্যামিয়েন রাভু।

আমারসংবাদ/এমএস