Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

পিএনজিকে ১০০ রানও করতে দিল না টাইগাররা 

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০১:২৫ পিএম


পিএনজিকে ১০০ রানও করতে দিল না টাইগাররা 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ের কাছে দিশেহারা হয়ে গেছে পাপুয়া নিউগিনি। ১৮২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৯৭ রানেই গুটিয়ে গেছে আসাদ ভালার দল পিএনজি। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮১ রান করে টাইগাররা। বাংলাদেশের এই ১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রথমে মাত্র ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পাপুয়া নিউগিনি।

ইনিংসের তৃতীয় ওভারেই ব্রেক থ্রু উপহার দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন পাপুয়া নিউগিনির ওপেনার লিগা সিকা।

চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান তাসকিন আহমেদ। তার শিকার হয়ে ফেরেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসে পাপুয়া নিউগিনি শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে ফেরেন চার্লস আমিনি ও সিমন আয়াত।

৯.২ ওভারে দলীয় ২৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নরম্যান ভানুয়াকে ফেরান অফ স্পিনার মেহেদি হাসান। 

ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে এসে হিরি হিরিকে সাজঘরে ফেরান সাকিব।  এদিন ৪ ওভারে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। চলতি বিশ্বকাপে এটাই সেরা বোলিং ফিগার। 

এদিন ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ৩৯ উইকেট শিকার করা পাকিস্তানের কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন সাকিব।

দলীয় ৫৪ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে চাদ সোপারকে আউট করে সাইফউদ্দিন। 

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭ রান (মাহমুদউল্লাহ ৫০, সাকিব ৪৬, লিটন ২৯, আফিফ ২১, সাইফউদ্দিন ১৯)।

আমারসংবাদ/এমএস