Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৪, ২০২১, ০৯:৫০ এএম


টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা

রোববারের (২৪ অক্টোবর) ম্যাচে টাইগার একাদশ থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার বদলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

এর আগে বিশ্বকাপের এবারের আসরের প্রথমপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানের অপ্রত্যাশিত হারের পর টানা দুই ম্যাচে দাপুটে জয়ে সুপার টুয়েলভে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ আর তৃতীয়টিতে দুর্বল পাপুয়া নিউগিনিকে বাংলাদেশ উড়িয়ে দেয় ৮৪ রানের বড় ব্যবধানে। তবু গ্রুপপর্বে রানার্সআপ হয়ে দ্বিতীয়পর্বে উঠেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো।