Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সাকিব এখন সবার সেরা

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৪, ২০২১, ০১:০০ পিএম


সাকিব এখন সবার সেরা

সাকিব আল হাসান। মাঠে নেমে রেকর্ডের পাতায় নাম বসানো তার পুরোনো অভ্যাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটিই করে যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও একটি অনন্য রেকর্ড গড়েন সাকিব। 

রোববার শারজা ক্রিকেট স্টেডিয়ামে নিজের দ্বিতীয় ওভারেরর প্রথম বলে পাথুম নিশানকাকে বোল্ড করে টি-টোয়েন্টি বিশ্বকাপে শহিদ আফ্রিদিকে ছড়িয়ে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের তালিকায় নাম লেখান। 

সাকিব এদিন শুধু রেকর্ডই করেননি, তিনি বাংলাদেশকে এনে দিয়েছেন স্বস্তিও। ২ রানে ১ উইকেট হারানোর পরও দমে যায়নি শ্রীলঙ্কা। এরপর নিশানকা ও আসালানকা ৪৫ বলে ৬৯ রানের জুটিতে চাপ বাড়িয়ে দেন। দলীয় নবম ওভারে এসে নিশানকার সঙ্গে সাকিব তুলে নেন নতুন ব্যাটসম্যান আভিষ্কা ফার্নান্ডোর উইকেটও। ৩ বলে মাত্র শূন্য রানে ফেরেন আভিষ্কা। 

মাত্র ১ রান দিয়ে ওই ওভারে ২ উইকেট নিয়ে সাকিব ম্যাচের নাটাই নিজেদের দিকে নিয়ে নেন। এর আগে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪ উইকেট নিয়ে আফ্রিদিকে স্পর্শ করেছিলেন। ২০০৭ থেকে আজকের এই ম্যাচ পর্যন্ত ৩০ ম্যাচ খেলে এই উইকেটগুলো নেন সাকিব। বিশ্বকাপের এই ম্যাচের আগ পর্যন্ত তিনি ওভার প্রতি রান দিয়েছেন ৬.৩৭টি।  

৪০টি উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন শীর্ষ উইকেটশিকারী বাংলাদেশি এ অলরাউন্ডার।

আমারসংবাদ/এমএস