Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

নবিকে পেছনে ফেলে আবারও শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ১০:৩৫ এএম


নবিকে পেছনে ফেলে আবারও শীর্ষে সাকিব

বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে হেরে গিয়ে দল কিছুটা ব্যাকফুটে থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি। 

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে পেছনে ফেলে আবার শীর্ষে উঠেছেন সাকিব। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৯৫। ২৭৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছেন নবী।

দিন দুয়েক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের হিসাবে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যান সাকিব আল হাসান। বিশ্বকাপে আফ্রিদির ৩৯ উইকেট ছাড়িয়ে গিয়ে টাইগার অলরাউন্ডারের উইকেটসংখ্যা এখন ৪১।

বুধবার (২৭ অক্টোবর) আইসিসির আপডেট করা তথ্য অনুযায়ী, এ মুহূর্তে ৪১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে সাকিব। এরপরই অবস্থান আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর। তার পয়েন্ট ২৯৪। এরপর যথাক্রমে ২৮২ পয়েন্ট নিয়ে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস এবং আফগান রশিদ খান আছেন ২৭০ পয়েন্ট নিয়ে।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের হিসাবে সাকিব টপকেছেন শ্রীলঙ্কার সাবেক পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে। মালিঙ্গার ১০৭ উইকেট টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সাকিবের উইকেট এখন ১১৫টি।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন সাকিব। ওয়ান ডে বিশ্বকাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাকিব ব্যাট-বল হাতে উজ্জ্বল। বল হাতে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সাকিবের দখলে। ব্যাট হাতে ২৯.৫০ গড়ে ১১৮ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এবারের আসরে আরও কয়েকটি মাইলফলক অপেক্ষা করছে সাকিবের জন্য। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলার সুযোগ রয়েছে তার সামনে। ফর্ম ধরে রাখতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে প্রোটিয়া কিংবদন্তিকে টপকে যাবেন বাংলাদেশ অলরাউন্ডার।

আমারসংবাদ/এমএস