Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

কিঞ্চিত আশা নিয়ে টসে হেরে বোলিংয়ে ভারত

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২১, ০২:০৫ পিএম


কিঞ্চিত আশা নিয়ে টসে হেরে বোলিংয়ে ভারত

হারলে বিদায়, জিতলে সেমিফাইনালের কিঞ্চিত আশা জিইয়ে থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের সামনে মূল বাধা এখন নিউজিল্যান্ড। নিজেদের পরের দুই ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের হার কামনা করতে হচ্ছে কোহলিদের।

আজ শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। এই জয়ে গ্রুপ-২ তে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেল তারা। তাদের পয়েন্ট এখন ছয়। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জিতলে সহজেই আট পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে কিউইরা।

অন্যদিকে ভারতের পয়েন্ট এখন দুই। নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ছয়। কিন্তু নিউজিল্যান্ডের যদি আট হয়ে যায় তাহলে আর ছয় পয়েন্ট নিয়েও লাভ হবে না কোহলিদের। তাই কিউইরা যদি তাদের পরের ম্যাচে হারে তবেই ভাগ্য খুলবে ভারতের। তখন দুদলের সমান পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে যারা রানরেটে এগিয়ে থাকবে তারাই যাবে। একই সমীকরণ আফগানদের সামনেও। তাই ভারত ও আফগানিস্তান দুদলই চাইছে নিউজিল্যান্ড যেন তাদের শেষ ম্যাচে হেরে যায়। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে এরই মধ্যে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

স্কটল্যান্ড বিশ্বকাপ দল : কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন (ভাইস ক্যাপ্টেন), ডিলান বাজ, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, অ্যালাসডায়ার ইভান্স, ক্রিস গ্রেভস, ওলি হ্যারিস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস (উইকেটকিপার), মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।

ভারত বিশ্বকাপ দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্ত্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।


আমারসংবাদ/ইএফ