Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২১, ০৬:১০ এএম


বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বে উড়ছে ব্রাজিল। জিতলেই কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত। গত ১১ ম্যাচের সবগুলোতে অপরাজিত থাকা সেলেকাওদের পরাজিত করতে পারেনি কলম্বিয়াও। লুকাস পাকেতার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো তিতের দল।

ঘরের মাঠ করিন্থিয়াস অ্যারেনায় ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৬টি শট নেয় ব্রাজিল। যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। অপরদিকে ৩৬ শতাংশ বল দখলে রেখে ৫টি শটের ১টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয় কলম্বিয়া।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল কলম্বিয়া। সপ্তম মিনিটে অনেক দূর থেকে শট নেন উইলমার বারিওস। তবে কলম্বিয়ান তারকার বুলেট গতির শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়। ২৭তম মিনিটে অল্পের জন্য গোল পায়নি ব্রাজিল। লুকাস পাকেতার নিচু শট ঝাঁপিয়ে ঠেকান কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা।

৩৬তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে দানিলোর শট কলম্বিয়ার একজনের পায়ে লেগে দিক পাল্টে গোলপোস্টের বাইরের দিকে লাগে। ৩৯তম মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার লুইস দিয়াসের দুর্দান্ত শট অল্পের জন্য জালে জড়ায়নি। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডেভিড ওসপিনার নৈপুণ্যে বেঁচে যায় কলম্বিয়া। গ্যাব্রিয়েল জেসুসের বুলেট গতির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক। ৫৮তম মিনিটে নেইমারের ফ্রি-কিক শট ঝাঁপিয়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন ওসপিনা।

অবশেষে ৭২তম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। মাঝমাঠে মার্কিনিওস পজেশন পুনরুদ্ধার করে নেইমারকে পাস দেন। পিএসজি তারকা ডি-বক্সে পাকেতার উদ্দেশ্যে বল বাড়ান। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাছে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন অলিম্পিক লিওঁর মিডফিল্ডার।

এবারের বাছাইয়ে ১২ ম্যাচ খেলে ৯টিতেই জাল অক্ষত রেখে ব্রাজিল। গোল করেছে ২৭টি, হজম করেছে মাত্র চারটি।

১১ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনা তাদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে।

আমারসংবাদ/কেএস